শোকাবহ পরিবেশে দুর্ঘটনায় ৩৮ জন নিহতদের স্মরণ
বড়াইগ্রাম ট্রাজেডি দিবস পালিত নাটোর / 
শোকসভা, দোয়া মাহফিল, মানববন্ধন ও নীরবতা পালনের মধ্য দিয়ে মঙ্গলবার নাটোরের বড়াইগ্রামের রেজুর মোড়ে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৩৮ জন নিহতের প্রথম বার্ষিকী পালিত হয়েছে। গত বছর ২০ অক্টোবর বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রামের রেজুর মোড়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৮ জন নিহত ও কমপক্ষে ৪২ জন আহত হন।
শোকাবহ পরিবেশে সকাল ১০টায় দুর্ঘটনাস্থলের পাশে বড়াইগ্রাম পৌরসভার উদ্যোগে নিহতদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র ইসাহাক আলীর সভাপতিত্বে সভায় পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার, পৌর জামায়াতের আমীর আবু বকর সিদ্দিক, পৌর সচিব জালাল উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর মোবারক হোসেন টিপু ও আব্দুল বারেক, দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারানো সাজেদুর রহমান বক্তব্য রাখেন। পরে নিহতদের আতœার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও তাবারক বিতরণ করা হয়।
অপরদিকে, সকাল ১১টায় দুর্ঘটনাস্থলে বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, দুর্ঘটনাস্থলে স্মৃতিস্তম্ভ নির্মাণ ও নিরাপদ সড়কের দাবিতে আয়োজিত মানববন্ধনকালে প্রেসক্লাব সভাপতি অহিদুল হকের সভাপতিত্বে পৌর মেয়র ইসাহাক আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, দুর্ঘটনায় নিহত নিহত প্রভাষক জামালের বড় ভাই ইদ্রিস আলী বাবু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে উপজেলা সাধারণ সম্পাদক খাদেুমল ইসলামের নেতৃত্বে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ও আসাদুল ইসলামের নেতৃত্বে স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন জনস্বাস্থ্য কল্যাণ সংঘের প্রতিনিধিরাসহ এলাকার ৩ শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।