Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

রূপগঞ্জে কৃষকের ধান কেঁটে দিল জাকের পার্টি ছাত্রফ্রন্ট কৃষি সংবাদনারায়ণগঞ্জ

রূপগঞ্জে কৃষকের ধান কেঁটে দিল জাকের পার্টি ছাত্রফ্রন্ট

করোনা ভাইরাসের কারনে সৃষ্ট দুর্যোগের কারনে বুধবার নারায়নগঞ্জের রূপগঞ্জে এক অসহায় কৃষকের ক্ষেতের ধান কেঁটে ঘরে তুলে দিলো জাকের পার্টির ছাত্র সংগঠন জাকের পার্টি ছাত্রফ্রন্ট রুপগঞ্জ শাখা। দিনব্যাপী এ কার্যক্রমে অংশ নেয় ছাত্রফ্রট এর নেতাকর্মীসহ আরো সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

জাকের পার্টি ছাত্রফ্রন্ট রূপগন্জ থানার সভাপতি গোলাম ফয়সাল এর নেতৃত্বে উপস্থিত ছিলেন থানা ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মোমেন আহাম্মেদ, যুবসেচ্ছাসেবক ফ্রন্টের সেলিম, শাহআলম, অলি, শাওন মিয়াসহ প্রমুখ।

এসময় সভাপতি গোলাম ফয়সাল বলেন, জাকের পার্টি আর্ত মানবতায় সদা সচেস্ট। দেশের সকল প্রাকৃতিক দূর্যোগে দেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। করোনার ভয়াল থাবায় শ্রমিরেক অভাবে যখন কৃষকের জমির ধান কাঁটতে পারছে না, তখন জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্বওলীর দেখানো পথে জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ও জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. খাজা সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী মহোদয়ের নির্দেশে দেশব্যাপী জাকের পার্টির নেতৃবৃন্দ বরাবরের মতোই দেশের আপামর অসহায় দূস্থ মানুষের পাশে খাদ্য উপহার সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সেবা মূলক কাজে নিজেদের নিয়োজিত করেছে। তারই ধারাবাহিকতায় আমরা এ কাজে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে এসেছি। আমরা আগামীতেও জনগণের আছি এবং থাকবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য, জাকের পার্টি করোনায় ক্ষতিগ্রস্থ দুস্থ মানুষের পাশে প্রথম থেকে জাকের পার্টির চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. খাজা সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদীর নির্দেশে দেশব্যাপী ব্যাপক খাদ্য সামগ্রী, ইফতার বিতরণ সহ বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহন করছে।