ফুলবাড়ীতে মা সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুর / 
দিনাজপুরের ফুলবাড়ীতে সোমবার সকাল ১০ টায় সিদ্দেশী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এবং ফুলবাড়ী এডিপি, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের সহযোগিতায় সিদ্দেশী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মা সমাবেশ সম্পন্ন হয়েছে।
সিদ্দেশী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বেতদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শাহ্ মোঃ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আঃ সাত্তার সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিদ্দেশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মিজানুর রহমান, উক্ত বিদ্যালয়ের স্কুল পরিচালনা কমিটির সদস্য মোঃ খাদেমুল ইসলাম এবং স্থানীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
সমাবেশে অতিথিরা আর্দশ জাতি গঠনে মা’দের ভূমিকা, অত্র প্রতিষ্ঠানের পাঠদানের মান উন্নয়ন ও প্রতিষ্ঠানকে শক্ত ভিত্তির উপর দাড় করাতে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে ৫০০ জন মা, স্থানীয় গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সাধারণ লোকজন অংশ গ্রহণ করেন।