ফুলবাড়ীতে বিষপান করে এক গৃহবধূর আত্মহত্যা নারী ও শিশু /  দিনাজপুর / 
দিনাজপুরের ফুলবাড়ীতে বিষপান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
জানা গেছে, সোমবার ভোরে দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার আমবাড়ী খেড়পাড়া গ্রামের সেলিম আহমেদের স্ত্রী শিরিন বেগম (১৯) পারিবারিক কলহের কারণে বিষপান করে। গুরুতর আহত অবস্থায় সকাল ৯টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পর শিরিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। বিকেলে ময়না তদন্ত শেষে শিরিনের মৃতদেহ স্বজনের নিকট হস্তান্তর করা হয়।
এব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।