Opu Hasnat

আজ ১৬ জুন রবিবার ২০২৪,

টাঙ্গাইলের বাসাইলে অজ্ঞাত মহিলার বস্তাবন্দী লাশ উদ্ধার টাঙ্গাইল

টাঙ্গাইলের বাসাইলে অজ্ঞাত মহিলার বস্তাবন্দী লাশ উদ্ধার

টাঙ্গাইলের বাসাইলে অজ্ঞাত এক মহিলার (৩০) বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে  উপজেলার লাঙ্গুলীয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় মাইজখাড়া-বাঘিল গ্রামের মাঝামাঝি লাঙ্গুলীয়া নদীর উপর একটি ব্রীজের নিচ দিয়ে বস্তাবন্দি কিছু একটা ভেসে যেতে দেখে তারা।  পরে বস্তাটি নদী থেকে উঠিয়ে আনলে মহিলার লাশের মতো দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

এ ব্যাপারে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার আহম্মদ জানান, লাশের মুখ পঁচে যাওয়ায় লাশটি এখনও সনাক্ত করা যায়নি। সকালে লাশটি ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।