Opu Hasnat

আজ ৩ জুন বুধবার ২০২০,

ব্রেকিং নিউজ

করোনা ভাইরাস // মেহবুবা ইসলাম নোভা শিল্প ও সাহিত্য

করোনা ভাইরাস // মেহবুবা ইসলাম নোভা

করোনায় প্রায় প্রাণ যায় যায়, 
করোনা প্রতিরোধের কি কোনো ঔষধ নাই? 
মানুষ মারা যাচ্ছে প্রতি দিনে দিনে, 
ঔষধ ছাড়া এর কি কোনো সমাধান আছে? 
করোনার ঔষধ হয়নি আবিষ্কার, 
কে সহ্য করবে করোনা আর?
করোনার মোকাবিলা করুন ও সতর্ক থাকুন,
সবাই ঘরে বসে প্রাথনা করুন। 
 সব দেশে এনেছে করোনা আঘাত, 
প্রাথনা করি করোনা শেষ হয়ে যাক। 


মেহবুবা ইসলাম নোভা 
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী
সানরাইজ প্রি ক্যাডেট স্কুল, ফরিদপুর ।