মাগুরায় কুপিয়ে জখম করে একলাখ টাকা ছিনতাই মাগুরা / 
মাগুরা সদর উপজেলার কালীনগর গ্রামে আজ সন্ধায় জহিরুল ইসলাম (৩৫) নামের এক ব্যাবসায়িকে ৩/৪ জন ছিন্তাইকারি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে তার কাছ থেকে এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সি আসাদুজ্জামান টাইমটাচনিউজকে জানান, মাগুরা সদর উপজেলার কছুন্দি গ্রামের ব্যাবসায়ি জহিরুল ইসলাম সন্ধায় ব্যাবসায়িক কাজ শেষে টাকা নিয়ে নিজ বাড়ীতে ফিরছিলেন। পথে ৪ ছিন্তাইকারি তাকে কুপিয়ে জখম করে তার কাছ থেকে সব টাকা ছিনিয়ে নিযে যায়। তার মাথায়, পিঠে ও হাতে ধারালো অস্ত্রের গুরুতর জখম রয়েছে। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে। খবর লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশের তদন্ত চলছে।