Opu Hasnat

আজ ৭ জুন বুধবার ২০২৩,

নরসিংদীতে ৫৩টি পূজা মন্ডপের জন্য সাড়ে ৬লাখ টাকা অনুদান বিতরণ নরসিংদী

নরসিংদীতে ৫৩টি পূজা মন্ডপের জন্য সাড়ে ৬লাখ টাকা অনুদান বিতরণ

নরসিংদী-২ পলাশ ও নরসিংদী সদর উপজেলার আংশিক এলাকায় শারদীয় দূর্গাৎসব উপলক্ষে পূজা মন্ডপে সরকারী ও ব্যক্তিগত অনুদান বিতরন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন। 

শারদীয় দূর্গাৎসব উপলক্ষে সোমবার পলাশ উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব মোঃ শরীফূল হক শরিফ, পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আলম মোল্লা, নাসিমা সুলতানা লাকি, জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী, চরসিন্দুর ইউপি চেয়ারম্যান বজলুল করীম পাঠান, পলাশ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, বিএফএ’র পরিচালক আল-মোজাহিদ হোসেন তুষার, পলাশ উপজেলা পূজা কমিটির সভাপতি কার্তিক চন্দ্র গুহ প্রমূখ। 

আলোচনা শেষে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন পলাশ উপজেলার ৪০ টি এবং সদর উপজেলার ১৩ মোট ৫৩টি পূজা মন্ডপের জন্য সরকারী অনুদান হিসেবে প্রতিটি মন্ডপে ৭ হাজার ৯ শত এবং ব্যক্তিগত অনুদান হিসেবে ৫ হাজার টাকা করে মোট ৬ লক্ষ ৬৩ হাজার টাকা অনুদান হিসেবে বিতরন করেন।