Opu Hasnat

আজ ২৩ সেপ্টেম্বর শনিবার ২০২৩,

বাম মোর্চা’র সুন্দরবন রোডমার্চে হামলায় সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের উদ্বেগ বাগেরহাট

বাম মোর্চা’র সুন্দরবন রোডমার্চে হামলায় সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের উদ্বেগ

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের কাছে বাগেরহাটের রামপাল ও ওরিয়ন গ্রুপের দুটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের  প্রতিবাদে গনতান্ত্রিক বাম মোর্চা’র ঢাকা- সুন্দরবন রোডমার্চে মানিকগঞ্জ ও মাগুরায় পুলিশ ও দূর্বৃত্তদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম। 

সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিঁনি দাবী করেন, সুন্দরবনের কাছে দুটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হলে সুন্দরবনাঞ্চলের নদ-নদীর পানি, বায়ু দুষিত হবে এবং হুমকির মূখে পড়বে সুন্দরবন, মানুষের জীবন-জীবিকা, অতি মূল্যবান প্রানীজ¦, জলজ¦ ও বনজ¦ সম্পদ। ইতিমধ্যে ত্রুটিপূর্ণ পরিবেশগত সমীক্ষা ও পরিবেশ দূষণের জন্য ইতিমধ্যে নরওয়ে ও ফ্যান্সের কয়েকটি ব্যাংক এ প্রকল্পে অর্থ ঋণ দিবে না বলে জানিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রীর জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্ব্বোচ্চ পুরস্কার ”চ্যাম্পিয়নস অব দ্য আর্থ” অর্জন করায় এখন সময় এসেছে এই দুটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাতিল করে সরকারকে নবায়ন যোগ্য জ্বালানী নিয়ে কাজ করার মাধ্যমে টেকসই উন্ন্য়ন, সামাজিক ও প্রাকৃতিক পরিবেশকে সুরক্ষার করার।

এই বিভাগের অন্যান্য খবর