বাগেরহাটে জমি দখলের চেষ্টা, আটক ১ বাগেরহাট / 
বাগেরহাটে অবৈধ ভাবে জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে সদর উপজেলা গোটাপাড়া ইউনিয়নের দেপাড়া গ্রামের স্থানীয় মাহাতাব হাওলাদার গংদের সাথে প্রতিবেশী শাহাদাত শিকদাত গংদের সাথে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে এদিন সকালে শাহাদাত শিকদার ২০/২৫ জনের একদল সন্ত্রাসী নিয়ে অবৈধ ভাবে জমি দখলের চেষ্টা চালায়। এসময় খবর পেয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহাদাত শিকদারকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষেয় মাহাতাব হাওলাদার জানান, ২৮ শতক জমি নিয়ে প্রতিবেশী শাহাদাত শিকদাত গংদের সাথে আমাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ জমি নিয়ে আদালতে মামলা বিচারাধিন থাকলেও শাহাদাত শিকদার ২০/২৫ জন সন্ত্রাসী নিয়ে অবৈধ ভাবে এদিন জমি দখলের চেষ্টা চালায়। এসময় বাগেরহাট মডেল থানা পুলিশে খবর দেওয়া হলে থানার পিএসআই সুদেব কুমার ঘটনাস্থলে গিয়ে শাহাদাত শিকদারকে আটক করে। তিনি আরো জানান, এর আগেও একাধিক বার শাহাদাত শিকদার তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ওই জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কর্তন করে।