Opu Hasnat

আজ ৫ জুন শুক্রবার ২০২০,

অবিশ্বাস্য দামে বিক্রি হলো হুমায়ুন ফরিদীর চশমা বিনোদন

অবিশ্বাস্য দামে বিক্রি হলো হুমায়ুন ফরিদীর চশমা

বাংলার খ্যাতিমান প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরীদির ব্যবহৃত চশমা নিলামে বিক্রি করা হয়েছে। করোনাভাইরাস মোকাবিলায় অর্থ সংগ্রহের জন্য তারকারা যখন নিলামে তুলছেন তাদের প্রিয় স্মৃতিমাখা জিনিসগুলো ঠিক তখনই তার মেয়ে বাবার চশমাটি নিলামে তুললেন।

নিলামে হাঙ্গেরি প্রবাসী এক বাংলাদেশি ৩ লাখ ২৫ হাজার ১২ টাকায় তার চশমাটি কিনে নিয়েছেন।

বৃহস্পতিবার (৩০শে এপ্রিল) দিনগত রাত ১২টায় ‘অকশন ফর অ্যাকশন’ নামের ফেসবুক পেজে লাইভে হুমায়ুন ফরিদীর চশমা নিলামে তোলেন ফরীদির একমাত্র মেয়ে শারারাত ইসলাম। লাইভ অনুষ্টানে অংশ নেন ফরীদির মেয়ে শারারাত ইসলাম ছাড়াও অংশ নেন অভিনেতা আফজাল হোসেন, মিশা সওদাগর, আফসানা মিম, ইরেশ যাকের, সাজু খাদেমসহ আরো অনেকে।

এক ঘণ্টার নিলাম লাইভ অনুষ্ঠান রাত ১১টায় শুরু হয়ে শেষ হয় ১২ টায়। শুরুতে বিড শুরু হয় ১ লাখ টাকায়। এরপর তা থামে ৩ লাখ ২৫ হাজার ১২টায়। নিলামজয়ী ব্যক্তি তার নাম, পরিচয় গোপন রাখেন।

জানা যায়, নিলামে প্রাপ্ত পুরো অর্থ ব্যয় হবে করোনা ভাইরাসের দুর্যোগ মোকাবিলায়। এর আগে সম্প্রতি ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ আশরাফুল নিলামে তোলেন তাদের স্মৃতিমাখা জিনিস।