Opu Hasnat

আজ ৪ জুন রবিবার ২০২৩,

বাগেরহাটে প্রকৌশলীর বাড়ির মন্দিরে চুরি বাগেরহাট

বাগেরহাটে প্রকৌশলীর বাড়ির মন্দিরে চুরি

বাগেরহাটের শরণখোলায় এলজিইডি সদর দপ্তরের গ্রমীন উন্নয়ন অবকাঠামো প্রজেক্টের ডাইরেক্টর (পিডি) মনমত রঞ্জণ হালদার নামের এক প্রকৌশলীর বাড়ির মন্দিরে চুরি ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

পুলিশ ও ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্যরা জানান, রবিবার গভীর রাতের কোন এক সময় উপজেলার দক্ষিণ বাধাল গ্রামে বাসিন্দা প্রকৌশলী মনমত রঞ্জণ হালদারের বাড়ীর সার্বজনীন গোবিন্দ মন্দিরের তালা ভেঙ্গে দুর্বৃত্তরা ধর্মীয় উপসনালয়ে থাকা নগদ ১০ হাজার টাকা, একাধিক পিতলের তৈরি মুর্তি সহ প্রর্থনার কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। পরে এদিন সকালে মন্দিরের তালা ভাঙ্গা দেখতে পায়। পরে বাড়ীর সদস্যরা থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল করিম বলেন, এ ঘটনায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে।