Opu Hasnat

আজ ২৫ সেপ্টেম্বর সোমবার ২০২৩,

ব্রেকিং নিউজ

ভারতীয় মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ আটক ১ কুমিল্লা

ভারতীয় মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ আটক ১

গতকাল কুমিল্লা বিজিবি মাদকদ্রব্য ও ভারতীয় অন্যান্য মালামালের সাথে একজনকে আটক করেছে।

বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রবিবার সকালে ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্ত বড়জ্বালা বিওপি‘র আওতাধীন নিশ্চিন্তপুর হতে ১০ বোতল হুইস্কিসহ মো.আবুল কালাম আজাদ (২৭)আটক করা হয়েছে। সে কুমিল্লা সদর থানার নিশ্চিন্তপুরের মো.আবুল কাশেমের ছেলে। ভ্রাম্যমান আদালত তাকে৩ মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করে। 

এছাড়াও  অন্যান্য বিওপি‘র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় মদ ১শত ৮৩ বোতল, বিয়ার ১০ বোতল, নেশাজাতীয় ট্যাবলেট ৯২হাজার ৮শত ৪০ টি, চকলেট ৫২ প্যাকেট, চিপস্৪শত ৮০ প্যাকেট, শাড়ী ১৩ টি, বাই-সাইকেল ৩ টি এবং ২শত ১৫ কেজি চা-পাতা মালিকবিহীন অবস্থায় আটক করে। 

আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৬১লক্ষ ৯১ হাজার ৭শত ৮০ টাকা। 

আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাস্টম্্স অফিসে জমা করা হয়েছে।