Opu Hasnat

আজ ৫ ডিসেম্বর মঙ্গলবার ২০২৩,

কুমিল্লায় গণধর্ষণ, আটক ২ নারী ও শিশুকুমিল্লা

কুমিল্লায় গণধর্ষণ, আটক ২

কুমিল্লার চান্দিনায় দুই সন্তানের জননী এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলা সদরের দক্ষিণ চান্দিনা থেকে গৃহবধুকে তুলে নিয়ে মন্টু মিয়ার বাসায় ধর্ষণ করা হয় বলে জানায় পুলিশ। ওই ধর্ষিতা গৃহবধূর অভিযোগের ভিত্তিতে রবিবার ফরহাদ (২৩) ও সাইফুল (২৫) নামে দুই যুবককে আটক করা হয়েছে।

আটক ফরহাদ চান্দিনার আনিছা বাড়ি এলাকার রবিউল মিয়ার ছেলে ও সাইফুল পাশ্ববর্তী বিশ্বাস গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। ধর্ষিতা ওই গৃহবধু জানায়, স্বামী ছোলায়মান অটোরিক্সা চালানোর সুবাদে তারা দক্ষিণ চান্দিনার খুকি বেগমের বাসায় ভাড়া থাকেন। ঐ দিন দিবাগত রাতে মোস্তফা নামে এক ব্যক্তি তার বাসার আসলে স্থানীয় কয়েকজন বখাটে কুৎসা রটিয়ে তাদেরকে আটক করে। পরে তাকে পাশ্ববর্তী মন্টু মিয়ার বাসায় নিয়ে পাঁচ যুবক পালাক্রমে ধর্ষণ করে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামী জানান, রাতেই বিষয়টি জানাজানি হলে পরেরদিন সকালে ওই গৃহবধূ থানায় অভিযোগ করলে থানার উপ-পরিদর্শক সাজেদুল ইসলাম অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে।