Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

সুরমা ইউনিয়নে কৃষকের ধান কেটে দিলো বঙ্গবন্ধু সৈনিকলীগের নেতাকর্মীরা কৃষি সংবাদসুনামগঞ্জ

সুরমা ইউনিয়নে কৃষকের ধান কেটে দিলো বঙ্গবন্ধু সৈনিকলীগের নেতাকর্মীরা

করোনা ভাইরাসের কারণে হাওরে শ্রমিক সংকট দূরীকরণে কুষকদের ধান কেটে দিলো সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর হাওরে কৃষক বাবুল মিয়ার ২ কেদার ধান কেটে দিলো সুনামগঞ্জ জেলা সৈনিকলীগের সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল, সাধারন সম্পাদক রিংকু চৌধুরী ও যুগ্ম সাধারন সম্পাদক রুকন উদ্দিনের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা। 

এ সময় উপস্থিত ছিলেন-  সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক এড. হারুণ অর রশিদসহ সংগঠনের নেতাকর্মীরা। সংগঠনের সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল বলেন, করোনা ভাইরাসের কারণে সুরমা ইউনিয়নে কৃষক সংকট ছিল। আজ ভোরে স্থানীয় কৃষক বাবুল মিয়ার সম্পূর্ণ ধান ক্ষেতে পেকে গেলও কাটতে না পারায় আমার বঙ্গবন্ধু সৈনিকলীগের নেতাকর্মীরা মিলে তার ধান কেটে তাকে উদ্ধার করে দিলাম। তিনি বলেন আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে এবং পুরো জেলায় কৃষকদের পাশে দাড়িয়ে তাদের সহযোগিতা করতে প্রতিটি উপজেলা সৈনিকলীগের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে।