Opu Hasnat

আজ ২৯ নভেম্বর বুধবার ২০২৩,

অটোরিক্সা চাপায় বৃদ্ধ নিহত কুমিল্লা

অটোরিক্সা চাপায় বৃদ্ধ নিহত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় একটি সিএনজিচালিত অটোরিকশার চাপায় হাজি মো.জুলফু মিয়াজি (৭০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার ৩ যাত্রী আহত হয়।

রোববার সন্ধায় লাকসাম-চৌদ্দগ্রাম সড়কের দেড়কোটা ত্রিমোহনী এলাকার সিংরাইশ রাস্তার মাথায় এ দুঘর্টনা ঘটে। নিহত জুলফু মিয়া চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে জুলফু মিয়া রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় শাহ ফখরুদ্দিন সড়ক থেকে একটি প্রাইভেটকার দ্রæতগতিতে এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি জুলফু মিয়ার শরীরের উপর এসে পড়লে তিনি গুরুতর আহত হন।

দ্রুত তাকে কুমিল্লা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। চৌদ্দগ্রাম থানা সূত্র জানায়, দুর্ঘটনাকবলিত গাড়ি আটক করা হয়েছে।