Opu Hasnat

আজ ১৬ জুন রবিবার ২০২৪,

মুন্সীগঞ্জে ক্লেমন মোতালেব পাটোয়ারী টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু খেলাধুলামুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে ক্লেমন মোতালেব পাটোয়ারী টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

মুন্সীগঞ্জ সদরের মিরকাদিমে ক্লেমন মোতালেব পাটোয়ারী টি-২০ ক্রিকেট গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু হয়েছে। সোমবার সকালে মিরকাদিম মাঠে গ্রীণওয়েল ক্রিকেট সেন্টারে একাডেমির আয়োজনে এই ত্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে ৪৮ টি দল অংশ নিচ্ছে। এই টুর্নামেন্টর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাস। খেলার উদ্বোধক ছিলেন মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহিন। 

এসময় উপস্থিত অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  গ্রীণওয়েল ক্রিকেট সেন্টারে সভাপতি মো. রফিকুল আলম, শেখ রাসেল ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক মাসুরুল হক শাহিন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক আয়নাল হক স্বপন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, আমরা মুক্তিযোদ্ধার সন্তানের সভাপতি সাইফুল ইসলাম সংগ্রম প্রমুখ।

উদ্বোধনী ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয় ঢাকার আজিম ক্রিকেট ক্লাব ও নারায়ণগঞ্জের আলিগঞ্জ ক্রিকেট ক্লাব। আলিগঞ্জ ক্রিকেট ক্লাব ১৪৯ রানে টার্গেট নিয়ে খেলতে নেমে ১০৬ রানে অল আউট হয়ে যায়।  আমিজম ক্লাব ৪২ রানে আলিগঞ্জকে পরাজিত করে।