Opu Hasnat

আজ ২৫ সেপ্টেম্বর সোমবার ২০২৩,

ব্রেকিং নিউজ

ভাঙ্গায় বাসের চাপায় পৃষ্ঠ হয়ে শিশুর মৃত্যু ফরিদপুর

ভাঙ্গায় বাসের চাপায় পৃষ্ঠ হয়ে শিশুর মৃত্যু

সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সুয়াদী নামক স্থানে রাস্তা পার হতে গিয়ে হাফিজুল শেখ (৮) নামে এক শিশু বাস চাপায় নিহত হয়েছে। সে উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী গ্রামের কৃষক  আকমল শেকের পুত্র। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুুপুর ১২টার দিকে মহাসড়কের সুয়াদী নামক ব্যস্ততম এলাকায় শিশু হাফিজুল রাস্তা পার হতে গিয়ে ঢাকা থেকে খুলনা গামী দোলা পরিবহনের (ঢাকা মেট্রো-গ-১৪-২৭৬০) দ্রæতগতি সম্পন্ন একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে এলাকাবাসী ঘটনাস্থলে এসে ঘাতক বাসটি আটক করে। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ ঘাতক বাসটিকে থানায় নিয়ে এলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। 

এই বিভাগের অন্যান্য খবর