Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

মহামারি প্রতিরোধে সতর্কতা // সৈয়দা রুখসানা জামান শানু শিল্প ও সাহিত্য

মহামারি প্রতিরোধে সতর্কতা // সৈয়দা রুখসানা জামান শানু

মহামারি প্রতিরোধে সতর্কতার
জন্য সরকারের নেয়া ব্যবস্থার
বিধি নিষেধ মেনে চলি
সামাজিক দূরত্ব বজায় রাখি 
সকলেই ব্যক্তিগত স্বাস্থ্যনীতি 
পারিপার্শ্বিক স্বাস্থ্যনীতি
পরিচর্যার অভ্যাস গড়ি
জীবন বাঁচাতে ঘরে থাকি
প্রিয়জনের সাথে সু-সম্পর্ক গড়ে তুলি
মিলেমিশে সকলের কাজ শেষ করি
এ নিপীড়ন নয়, সংকটময় দূর্দিনে
থাকি একে অন্যের পাশে 
কোন প্রকার অবহেলা না করে
সকল প্রকার সাবধানতা মেনে
চলতে পারলে জীবন কিছুটা বেঁচে যাবে
সকলেমিলে নিরাপদে থাকতে চাইলে
কোয়ারেন্টিন, আইসোলেশন মানতে হবে
তবেই মহামারি পঞ্চাশ ভাগ কমিয়ে আনবে
কঠোরভাবে লকডাউন মেনে চলার প্রভাবে
জীবন কিছুটা বেঁচে গেলেও  সংকট বাড়বে।

লেখনির স্থান: দৈনিক যুগান্তর সৈয়দপুর কার্যালয়.
০৬/০৪/২০২০খ্রি: সোমবার, রাত্রি ১০টা ১১মিনিট!