Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

ঝালকাঠিতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ কৃষি সংবাদঝালকাঠি

ঝালকাঠিতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ

ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের রনমতি গ্রামের দরিদ্র কৃষক আঃ সত্তার। বর্গাচাষী হিসেবে তিনি ১ বিঘা জমি চাষ করেন।  বিশ্ব মহামারি করোনার কারণে শ্রমিক না পাওয়ায় ধান পেকে মাঠেই পড়েছিলো। হতাশাগ্রস্ত কৃষক আঃ সত্তারের ধান নিয়ে বিপাকে পড়ার বিষয়টি জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এসএম আলআমিনের নজরে আসে। তারা মঙ্গলবার সকাল ৯টায় ২৫জন নেতাকর্মী নিয়ে হাজির হন কৃষকের বাড়ি। মুখে মাস্ক, মাথায় গামছা, হ্যান্ড গ্লাভস পরিধান করে কাস্তে হাতে নিয়ে জমিতে নেমে যান তারা। নিরাপদ দূরত্ব বজায় রেখে ১ বিঘা জমির ধান কেটে আঁটি বেধে কৃষকের ঘরে তুলে দেয়। এতে আনন্দে কৃষকের চোখে মুখে হাসির ঝিলিক দেখা যায়। 

জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এসএম আলআমিন জানান, কেওড়া ইউনিয়নের রনমতি গ্রামের প্রান্তিক কৃষক আঃ সত্তার হাওলাদার পাকা বোরো ধান নিয়ে বিপাকে আছেন, এমন সংবাদ আমাদের কাছে আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামীলীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু’র নির্দেশনা অনুযায়ী কৃষকের সাথে যোগাযোগ করি। ছাত্রলীগের নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত ২৫ জনের স্বেচ্ছাসেবক টিম নিয়ে ওই কৃষকের বাড়িতে মঙ্গলবার সকালে হাজির হই। তাকে নিয়েই জমিতে নেমে ধান কেটে আঁটি বেধে ঘরে তুলে দিয়েছি। এতে ওই কৃষক আমাদের উপর অনেক খুশি হয়ে রমজান মাসে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন। 

কৃষক আঃ সত্তার হাওলাদার জানান, ধান কাটার লোক পাই না। পেকে ঝড়ে যাবার পালা। রমজান মাস, একার পক্ষে কেটে তোলাও সম্ভব না। ছাত্রলীগের বাবারা এসে আমার ধান কেটে ঘরে তুলে দিয়েছে। আমি তাঁদের জন্য দোয়া করেছি।