Opu Hasnat

আজ ২০ নভেম্বর বুধবার ২০১৯,

দামুড়হুদায় জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন চুয়াডাঙ্গা

দামুড়হুদায় জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

‘ইঁদুর ধরুন, ইঁদুর মারুন, ইঁদুর মুক্ত খামার গড়ুন’- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চুয়াডাঙ্গার দামুড়হুদায় জাতীয় ইদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে এই ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়।

দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহি অফিসার ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মওঃ আজিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) আঃ হালিম,দামুড়হুদা উপজেলা আঃ লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু,দামুড়হুদা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, ছালমা জাহান পারুল।

এছাড়াও উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা ইঞ্জিনিয়ার ইলিয়াছ হোসেন,মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার শাহা, দামুড়হুদা ইউনিয়ন আঃ লীগের সভাপতি সহিদুল ইসলাম, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন, জুড়ানপুর ইউপির চেয়ারম্যান ইদ্রিস আলী, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ, হাউলি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলি শাহা মিন্টু প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার সুফি মোহাম্মদ রফিকুজ্জামান।

প্রধান অতিথি বলেন, ইঁদুর একটি সামাজিক ব্যাধি ইঁদুর আমাদের চরম শত্রু এরা বসত ঘরের আসবাব পত্র,রাস্তা ঘাট, ক্ষেত খামারের ফসলের ব্যাপক ক্ষতি সাধন করে থাকে। ইঁদুর মারা কোন পাপ কাজ নয় তাই  আমরা সকলে মিলে ইঁদুর নিধোন করি ও সকলকে ইঁদুর নিধনে উদ্বুদ্ধ করি।

 

 

এই বিভাগের অন্যান্য খবর