Opu Hasnat

আজ ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার ২০২৩,

ব্রেকিং নিউজ

বরিশালে লিফ‌টের নি‌চ থে‌কে চিকিৎসকের মর‌দেহ উদ্ধার বরিশাল

বরিশালে লিফ‌টের নি‌চ থে‌কে চিকিৎসকের মর‌দেহ উদ্ধার

বরিশাল শের-ই-বাংলা‌ মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লের বার্ন ও প্লা‌স্টিক সার্জারি বিভা‌গের সি‌নিয়র কনসাল‌ট্যান্ট ডা. এম এ আজাদ সজলের মর‌দেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে নগরীর কালীবা‌ড়ি রো‌ডের মমতা স্পেশালাইজড হাসপাতা‌লের লিফ‌টের নি‌চ থে‌কে উদ্ধার ক‌র করা হয়।

ঘটনাস্থল থেকে বরিশাল কোতোয়ালি মডেল থানার এসি মো. রাসেল সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষনিকভাবে বিস্তারিত জানা যায়নি।

এই বিভাগের অন্যান্য খবর