Opu Hasnat

আজ ৪ জুন রবিবার ২০২৩,

মুন্সীগঞ্জে ৩০ লাখ মিটার কারেন্ট জালসহ ১ জন গ্রেফতার মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে ৩০ লাখ মিটার কারেন্ট জালসহ ১ জন গ্রেফতার

মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের দয়ালবাজার সংলগ্ন নিত্তিবাড়ি এলাকা থেকে ৩০ লাখ মিটার কারেন্ট জালসহ এক জনকে আটক করেছে র‌্যাব। সোমবার বেলা ১২ টা থেকে ১ টা পর্যন্ত র‌্যাব, জেলা মৎস্য অধিদপ্তর ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট যৌথভাবে অভিযান চালায়। 

এ সময় কারেন্ট জালের সঙ্গে জড়িত সন্দেহে আব্দুস সাত্তার নামের একজনকে ১ বছরের জেল ও ৫ হাজার টাকা জরিমানা ও নামছাড়া কারেন্ট জাল তৈরীর কারখানাটিতে বন্ধ করে সিলগালা করেছে ভ্রামমান আদালত। মুন্সীগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এ জরিমানা করেন।

র‌্যাব-১১-এর নারায়ণগঞ্জের কমান্ডার শাহ শিবলী সাদিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের দয়ালবাজার সংলগ্ন নিত্তিবাড়ি এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় নাম ছাড়া কারেন্ট জাল তৈরীর কারখানাটি সিলগালা করে বন্ধ করাসহ মালিক আব্দুস সাত্তারকে ১ বছরের জেলসহ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ধলেশ্বরী নদীর তীরে প্রকাশ্যে কারেন্ট জালগুলো পুরিয়ে ফেলা হয়।