Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

সুনামগঞ্জে উচারগাঁও কলিমশাহ বাউল সংগঠনের পক্ষে নগদ অর্থ বিতরণ সুনামগঞ্জ

সুনামগঞ্জে উচারগাঁও কলিমশাহ বাউল সংগঠনের পক্ষে নগদ অর্থ বিতরণ

সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সাদকপুর উচারগাঁও কলিমশাহ বাউল সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল আজাদ। রোববার রাতে সংগঠনের কার্যকরী কমিটির সদস্য জহির উদ্দিনকে ২০ হাজার টাকা আার্থিক সহায়তা প্রদান করা হয়। সংগঠনের ১৫ সদস্যদের মধ্যে ১ হাজার টাকা করে  বিতরণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল হান্নান, সহ সভাপতি বাউল তছকির আলী, সহ সভাপতি আক্কল হোসেন, কোষাধ্যক্ষ আফরোজ মিয়া, সদস্য বাউল ছমির উদ্দিন, মানিক ভান্ডারী, আতাউর পাবেল প্রমুখ। 

নগদ টাকা সহায়তাকালে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল আজাদ বলেন, প্রানঘাতী করোনা ভাইরাসের ফলে অনেক বাউলরা  ও এলাকার মানুষ আজ গৃহবন্দি হয়ে পড়েছে। আমি আমার পক্ষ থেকে যতটুকু পাড়ি তাদের সেবায় কাজ করে যাচ্ছি। তিনি সমাজের বিত্তশালী ভাইদের এই মহামারি করোনা ভাইরাসে কারণে গৃহবন্দি মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

এই বিভাগের অন্যান্য খবর