Opu Hasnat

আজ ১০ ডিসেম্বর রবিবার ২০২৩,

ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড আইন ও আদালতফরিদপুর

ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

ফরিদপুরের সদরপুর উপজেলার নাজিম উদ্দিন হাওলাদার কান্দি গ্রামের গৃহবধুকে দুলুফা বেগমকে (২০) পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী মিঠু দেওয়ানকে (২৪) মৃত্যুদন্ড দিয়েছে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এছাড়াও আসামীকে আরো ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার সকালে ওই আদালতের বিচারক বজলুর রহমান এ আদেশ দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এ্যাড. বাবু মোল্লা ও বাদী পক্ষের আইনজীবি এ্যাড. দুলাল চন্দ্র সরকার জানান, ২০১০ সারের মার্চ মাসে সদরপুর উপজেলার শুকুর আলী দেওয়ানের পুত্র মিঠু দেওয়ান দুলুফা বেগমকে বিবাহ করে। ওই বছরের ১৩ মে রাতে যৌতুকের দাবীতে স্বামীসহ বাড়ীর লোকেরা তাকে পিটিয়ে ও শ্বাস রোধ করে হত্যা করে। 

এঘটনায় একই বছরের ১৪ মে নিহতের দাদা সালাম তালুকদার বাদী হয়ে মিঠু দেওয়ান ও তার পিতা শুকুর আলী দেওয়ানসহ তিনজনকে আসামী করে মামলা দায়ের করেন। পুলিশ এঘটনায় মিঠু ও তার বাবাকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করে। পরবর্তীতে মিঠুর বাবা শুকুর আলীর মৃত্যু হয়।

সোমবার রায় প্রদানকালে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মিঠু দেওয়ান আদালতে উপস্থিত ছিলেন।