লোহাগড়ায় পঞ্চম শ্রেণির মেধাবী ছাত্রী’র সাপের কামড়ে মৃত্যু নারী ও শিশু /  নড়াইল / 
নড়াইলের লোহাগড়ায় সাপের কামড়ে পঞ্চম শ্রেণির মেধাবী ছাত্রী অন্তরা বিশ্বাসের (১১) মৃত্যু হয়েছে। অন্তরা উপজেলার শালনগর ইউনিয়নের শিয়রবর গ্রামের বিধান বিশ্বাসের মেয়ে। সে শিয়রবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করত। শনিবার রাত সাড়ে সাতটার দিকে তাকে সাপে কামড়ায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বসতঘরের মাচায় গেলে তার ডান হাতে সাপে কামড়ায়। এরপর স্থানীয় ওঝা দিয়ে চিকিৎসা করানো হয়। তার অবস্থার অবনতি হলে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। এরপর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত দুইটার দিকে তার মৃত্যু হয়।