ফজলুর রহমান খান ফারুক সভাপতি, এডভোকেট জোয়াহেরুল ইসলাম সাধারণ সম্পাদক
প্রায় এক যুগ পর নতুন নেতৃত্ব পেল টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ রাজনীতি / 
দীর্ঘ ১১ বছর পর আজ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতো বছর পর সম্মেলনকে ঘিরে জেলার আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে উচ্ছাস উদ্দিপনা ছিল চোখে পড়ার মত । দুপুর সোয়া বারটায় সম্মেলনের উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট মন্ত্রী সাহারা খাতুন।
জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর খান মেনুর সভাপতিত্বে সম্মলনে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী বেগম মতিয়া চৌধূরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক খাদ্য মন্ত্রী ড.মো.আব্দুর রাজ্জাক এমপি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম,বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিকাল সোয়া চারটায় জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর খান মেনুর সমাপনী বক্তব্যর মধ্যদিয়ে কাউন্সিলের প্রথম পর্বের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিকাল ৫ টায় দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে নেতৃত্ব নির্বাচনের প্রশ্নে সকল কাউন্সিলরবৃন্দ শেখ হাসিনার ওপর আস্থা জ্ঞাপন করে তার নির্বাচিত নেতৃত্ব কে দায়িত্ব প্রদান করার অনুরোধ জানালে। আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন জেলা আওয়ামি লীগের সভাপতি হিসেবে ফজলুর রহমান খান ফারুক ও সাধারন সম্পাদক হিসেবে এডভোকেট জোয়াহেরুল ইসলাম ঘোষনা করেন।
উল্লেক্ষ্য, সর্বশেষ ২০০৪ সালের ৫ই জানুয়ারী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো। সেই সম্মেলনে এ্যাডভোকেট শামসুল রহমান খান শাহজাহানকে সভাপতি ও ফজলুল রহমান খান ফারুককে সাধারণ সম্পাদক করা হয়। ৭১ সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি সহ ১৩ জন সদস্য ইতিমধ্যে মারা গেছেন। অপরদিকে ৩ বছরের নির্বাচিত কমিটি পাড়ি দিয়েছে দীর্ঘ ১১ বছর।