Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

দৌলতপুরে ভুল অপারেশনে গৃহবধূর মৃত্যু নারী ও শিশুকুষ্টিয়া

দৌলতপুরে ভুল অপারেশনে গৃহবধূর মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ এলাকায় ভুল অপারেশনে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। ঐ গৃহবধু উপজেলার রামকৃঞ্চপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের আয়ের আলীর স্ত্রী। আজ শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।

জানা যায়, সোমবার হোসেনাবাদ এলাকায় অবস্থিত আব্দুল আলীম নামে এ মেডিকেল এ্যাসিস্ট্যান্টের মালিকানাধীন মা ক্লিনিকে আয়ের আলীর স্ত্রী সালেহা খাতুন (৩৩) কে জরায়ুর টিউমার অপারেশন করার জন্য ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে অপারেশন করার কথা বলে ঐ দিনই মেডিকেল এ্যাসিস্ট্যান্ট আব্দুল আলীম নিজেই অপারেশন করে। এরপর থেকে রোগীর অবস্থার অবনতি হতে থাকে এবং হাত পা এবং পেট ফুলে যায়। অবস্থা বেগতিক দেখে আজ শুক্রবার দুপুরে রোগী সালেহা খাতুনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে ভেড়ামারার বারমাইল নামক স্থানে তিনি মারা যান।

নিহতের স্বামী জানান, ভুল অপারেশনের কারনেই তার স্ত্রীর মৃত্য হয়েছে।

দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, এখন পর্যন্ত এ ধরনের কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে ক্লিনিক মালিক মেডিকেল এ্যাসিস্ট্যান্ট আব্দুল আলীম এর সাথে কথা বলার চেষ্টা করেও তিনি ফোন রিসিভ করেননি।