Opu Hasnat

আজ ৩০ নভেম্বর বৃহস্পতিবার ২০২৩,

কুষ্টিয়ায় পানিতে ডুবে নিহত ২ নারী ও শিশুকুষ্টিয়া

কুষ্টিয়ায় পানিতে ডুবে নিহত ২

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে বিদ্যুৎ (১৪) নামে এক কিশোর নিখোঁজ রয়েছে। আজ রোববার বিকেল ৪টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচরের নীচে পদ্মা নদীতে ডুবে সে নিখোঁজ হয়। 

স্থানীয়রা জানান, বৈরাগীরচর গ্রামের কালুর ছেলে বিদ্যুৎ পদ্মা নদীর ওপারের চরের জমিতে কাজ শেষে ঘাস নিয়ে বাড়ি ফেরার পথে পদ্মা নদী পার হওয়ার সময় পদ্মার ¯্রােতে সে তলিয়ে যায়। পরে এলাকাবাসী নদীতে তল্লাশী চালিয়ে তার সন্ধান না পেয়ে ফয়ার সার্ভিস দলকে সংবাদ দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ কিশোরের সন্ধান পাওয়া যায়নি বলে পিএম কলেজের প্রভাষক প্রতিবেশী সফিউল ইসলাম জানিয়েছেন।

অপরদিকে মিরপুরে পানিতে ডুবে স্মৃতি নামে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক মৃত্যু হয়।

জানা যায়, উপজেলার আমলা ইউনিয়নের খয়েরপুর গ্রামের সুরুজ ইসলামের মেয়ে স্মৃতি বাড়ীর পাশে খেলা করতে করতে পানিতে পড়ে যায়। পরে তার মৃতদেহ পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।