Opu Hasnat

আজ ৭ জুন বুধবার ২০২৩,

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু নারী ও শিশুকুষ্টিয়া

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে স্মৃতি নামে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ রবিরার বেলা সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক মৃত্যু হয়।

জানা যায়, উপজেলার আমলা ইউনিয়নের খয়েরপুর গ্রামের সুরুজ ইসলামের মেয়ে স্মৃতি বাড়ীর পাশে খেলা করতে করতে পানিতে পড়ে যায়। পরে তাকে পাশের পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় বর্তমানে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।