শিশুদের চোখে রাসেলের প্রতিচ্ছবি দেখি : প্রধানমন্ত্রী জাতীয় / 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আর যেন কোনো শিশুর ভাগ্যে শেখ রাসেলের পরিণতি না ঘটে, সেজন্য দেশকে প্রত্যেক শিশুর নিরাপদ আবাস হিসেবে গড়ে তোলা হবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫২তম জন্মদিন উপলক্ষে আজ (১৮ অক্টোবর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তরের কালরাতে ঘাতকের বুলেট নিষ্পাপ শিশু রাসেলকেও রেহাই দেয়নি। তাকেও কেড়ে নিয়েছে। আর যেন কোনো শিশুর ভাগ্যে এমন ঘটনা না ঘটে সেটাই আমাদের কাম্য। সেজন্য প্রত্যেক শিশুর নিরাপদ বাসযোগ্য দেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।
তিনি বলেন, যে বঙ্গবন্ধু আমাদের স্বাধীন দেশ দিলেন, যার জন্য আমরা স্বাধীন দেশের নাগরিক। স্বাধীন জাতি হিসেবে পরিচয় দিই। যিনি স্বাধীনতা সংগ্রাম না করলে, জীবনের ঝুঁকি না নিলে, দিনের পর দিন কারাগারে না কাটালে আমরা স্বাধীনতা পেতাম না। ঘাতকেরা সেই তাকে নির্মমভাবে হত্যা করলো। তাকে হত্যা করা হয়েছে, যখন তিনি যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ছিলেন। কী নির্মমতা।
ছোট বোন শেখ রেহানাসহ বিদেশে থাকার কারণে কালরাতের সে নৃশংসতা থেকে বেঁচে গিয়েছিলেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা বিদেশে থাকার কারণে বেঁচে গিয়েছিলাম। কিন্তু আপনজন হারিয়ে বেঁচে থাকা যে কতো কষ্টের, তা বলে বোঝাতে পারবো না।
ছোট ভাইয়ের স্মৃতিতে কাতর হয়ে বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা বলেন, আজকে রাসেল বেঁচে থাকলে তার বয়স হতো ৫১ বছর। এখন ভাবি, রাসেল বেঁচে থাকলে কেমন দেখতে হতো। এ কারণে শিশুদের চোখে রাসেলের প্রতিচ্ছবি দেখি।