Opu Hasnat

আজ ৩০ নভেম্বর বৃহস্পতিবার ২০২৩,

লোহাগড়ায় শিক্ষার্থীদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভা নড়াইল

লোহাগড়ায় শিক্ষার্থীদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভা

নড়াইলের লোহাগড়ায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের সততা সংঘের সদস্যদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ সভা হয়। এতে ওই কলেজ ছাড়াও লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় এবং লক্ষীপাশা বালিকা উচ্চবিদ্যালয়ের সততা সংঘের সদস্যরা অংশ নেয়। মতবিনিময় শেষে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও মোঃ সেলিম রেজা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অরবিন্দ অচার্যের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যক্ষ তরফদার কামরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তুষার কুমার পাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি শেখ নজরুল ইসলাম ও রোকেয়া বেগম, সাংবাদিক কাজী আশরাফ, শিক্ষার্থী ইয়াছমিন নাইমা, শিক্ষক আজ্জাক হোসেন, পরিক্ষিত শিকদার ও শেখ শরিফুল ইসলাম প্রমুখ।