Opu Hasnat

আজ ৩০ নভেম্বর বৃহস্পতিবার ২০২৩,

বংশালে জুতার কারখানায় আগুন, ৩ শ্রমিক দগ্ধ ঢাকা

বংশালে জুতার কারখানায় আগুন, ৩ শ্রমিক দগ্ধ

বংশাল সিদ্দিকবাজারের মতিসরদার রোডে একটি জুতার কারখানায় আগুন লেগে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। তারা হলেন, আলাউদ্দিন (১৯), তিনি ৪০ শতাংশ দগ্ধ। রবিন হোসেন (২০), তিনি ১৭ শতাংশ দগ্ধ এবং সুজন মিয়া (২০), দুই পায়ে দগ্ধ।

গতকাল (১৭ অক্টোবর) মধ্যরাত ৩টার দিকে পাঁচতলা ম্যাক্সিমাস-সু কারখানা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। 

ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক জানান, রাত ৩টার দিকে বিদ্যুতের আরথিং থেকে পাশের ফোমে আগুন ধরে যায়। এতে দ্রুত আগুন ছড়িয়ে যেতে থাকে। এ সময় আগুন নেভাতে গিয়ে ওই তিনজন দগ্ধ হন। তাদের সহকর্মীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।

দগ্ধদের চিকিৎসা চলছে। এর মধ্যে ৪০ শতাংশ পুড়ে যাওয়া আলাউদ্দিনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক।

এই বিভাগের অন্যান্য খবর