Opu Hasnat

আজ ২১ এপ্রিল রবিবার ২০২৪,

ছাতকের ছড়াকার সঞ্জয় কর কে সংবর্ধনা দিল আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর শিল্প ও সাহিত্যসুনামগঞ্জ

ছাতকের ছড়াকার সঞ্জয় কর কে সংবর্ধনা দিল আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর

ছাতকের ছড়াকার সঞ্জয় কর জাতীয় সাহিত্য পদক লাভ করায় শনিবার বিকেলে সিলেট জেলার শিল্পকলা একাডেমীর চিত্রশালা হলে এক সংবর্ধনা সভার আয়োজন করে। মুক্তাক্ষরের সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য্য। বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ছড়াকার সঞ্জয় কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাস গুপ্ত, আশরাফ হোসেন প্রমুখ। 

প্রধান অতিথি বক্তব্যে ড. শরদিন্দু ভট্টাচার্য্য বলেন যে অঞ্চলে গুনীজনের কদর নেই সে স্থানে গুনীজন জন্মায় না। মুক্তাক্ষর এ সংবর্ধনা সভার আয়োজন করায় গুনীজনরা উৎসাহিত হবে এবং সমাজে গুনীজনদের মূল্যায়ন আরও বৃদ্ধি পাবে।