কুমিল্লায় লাকী রাজনীতি /  কুমিল্লা / 
শিক্ষা বাণিজ্য রুখি, মুক্তি যুদ্ধের চেতনায় বৈষম্যহীন স্বদেশ গড়ি এই শ্লোগান নিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুমিল্লা জেলার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার নগরীর বাদুরতলাস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা আহবায়ক বিমল সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি শ্লোগান কন্যা খ্যাত লাকী আক্তার। বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ-সাধারণ সম্পাদক সুকান্ত দাস, কুমিল্লা জেলার সাবেক সাধারণ সম্পাদক কিংকর চন্দ।
প্রধান অতিথি বলেন, শিক্ষা কারো করুণা নয়, শিক্ষা হচ্ছে নাগরিক অধিকার। অথচ বর্তমানে বৈষম্যমূলক নীতির কারণে শিক্ষা এক ধরনের বাণিজ্যে পরিণত হয়েছে। এতে করে নিম্নমধ্যবৃত্তদের জন্য শিক্ষা অর্জন করা কঠিন হয়ে পড়েছে। তাই নিজেদের ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার হওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
তিনি আরও বলেন- মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং যে কোন অন্যায়ের বিরুদ্ধে ছাত্র ইউনিয়ন অতীতের ন্যায় রাজপথে থাকবে। কর্মশালায় নেতাকর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সুজন, আবু সাঈদ, আলী হোসেন, বাবু মারমা, ঊষা মং মারমা ও ববিতা।