Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

শপথ নিলেন উপনির্বাচনে বিজয়ী ৩ এমপি জাতীয়

শপথ নিলেন উপনির্বাচনে বিজয়ী ৩ এমপি

শপথ নিলেন উপনির্বাচনে বিজয়ী ৩ জন সংসদ সদস্য। শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে তাদের শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহনকারী তিনজন হলেন- ঢাকা-১০ আসনে জয়ী আওয়ামী লীগের মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে জয়ী এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) এডভোকেট আমিরুল আলম মিলন।

গত ২১ মার্চ এসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঢাকা-১০ আসনে ইভিএমে ভোট হয়। অন্যদিকে, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচন হয় ব্যালেটের মাধ্যমে। নির্বাচনের পরপরই এই তিনজন সদস্যের নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশিত হয়। তবে করোনা সংকটের কারনে তারা সময়মতো শপথ নিতে পারেননি। ফলে সংবিধানের দ্বিতীয় অপশন হিসেবে তারা শপথ নিলেন। শপথ নিয়েই নতুন এ তিন এমপি আজই অধিবেশনে যোগ দেন।

স্বল্প পরিসরে শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।