Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত খেলাধুলা

অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর করোনাভাইরাসের কারণে ভেস্তে যেতে পারে। করোনার মহামারির কারণে এর আগে ১৪ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছিল আইপিএল। তবে ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে দেশটিতে লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে আরও। ফলে এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে চলতি বছরের আইপিএল।

ভারতে করোনাভাইরাস প্রতিনিয়ত বেড়ে চলেছে। ইতিমধ্যে দেশটিতে প্রায় ১৪ হাজারের মতো মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৪৪৮ জন। ফলে গত মঙ্গলবার করোনা প্রতিরোধে দেশটির সরকার নরেন্দ্র মোদি আগামী ৩ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়িয়েছে।

সেদিনই এক ভিডিও কনফারেন্সে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি, আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল, বোর্ড সচিব জয়েশ শাহ এবং কোষাধ্যক্ষ অরুণ ধূমল এক জরুরি বৈঠক করেন। আর তখনই সিদ্ধান্ত হয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে আইপিএল। বুধবার সে সিদ্ধান্ত জানান হয় ফ্র্যাঞ্চাইজিগুলোকে। 

আর বিসিসিআই থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসে বৃহস্পতিবার। অফিসিয়াল বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ‘দেশের এই জরুরি অবস্থায় স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত আইপিএল স্থগিত করা হলো। এই ক্রীড়া টুর্নামেন্টের সঙ্গে যারা জড়িত, তাদের সবার স্বাস্থ্যের দিকটিকেই প্রাধান্য দিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া। এর মধ্যে রয়েছে বিসিসিআই, ফ্র্যাঞ্চাইজি মালিক, কর্মকর্তা, খেলোয়াড়, ব্রডকাস্টার, স্পন্সর এবং এর সঙ্গে জড়িত আরও অনেকগুলো গ্রুপ। তাদের সবার সঙ্গে কথা বলেই আইপিএল ২০২০ পরবর্তী সুবিধাজনক সময় না পাওয়া পর্যন্ত স্থগিত করা হলো। দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।’