Opu Hasnat

আজ ২৬ মে মঙ্গলবার ২০২০,

করোনায় রূপগঞ্জে প্রথম মৃত্যু নারায়ণগঞ্জ

করোনায় রূপগঞ্জে  প্রথম মৃত্যু

করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো এক রোগীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সাঈদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মৃত ওই রোগী ৫৫ বছয় বয়সী এক নারী। তিনি উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাবো এলাকার বাসিন্দা।

ডা. সাঈদ জানান, ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়ে ওই নারী রাজধানীর কুর্মিটলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল। পরে বুধবার (১৫ এপ্রিল) সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

এর আগে, ৬ এপ্রিল পরীক্ষায় ওই নারীর ভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর তাকে কুর্মিটলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। 

এ নিয়ে নারায়ণগঞ্জে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট ১৭ জনের মৃত্যু হয়েছে।