পদ্মা সেতুকে ঘিরে এলাকার অনেক উন্নতি হয়েছে মুন্সিগঞ্জ / 
পদ্মা সেতুকে ঘিরে এলাকা অনেক উন্নতি হয়েছে, দেশের যোগাযোগ ব্যাবস্থা অনেক পরিবর্তন হয়েছে।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দোগাছি সার্ভিস এরিয়া-১ এ শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত সচিবদের সভা শেষে মন্ত্রী পরিষদ সচিব মোশারফ হোসেন ভুইয়া সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, পদ্মা সেতু প্রকল্পের যে প্রভাব, ষ্টাডি হয়েছে তাতে আরো ষ্টাডি করা দরকার। পদ্মা সেতু প্রকল্পকে ঘিরে এলাকার অনেক উন্নতি হয়েছে। এ উন্নতি পর্যায়ক্রমে আস্তে আস্তে আরো বাড়বে। কাজেই একটা পরিকল্পিত উন্নয়ন ব্যবস্থা নিতে হবে। পদ্মা সেতুর দুইপাড় এমনকি বুড়িগঙ্গা সেতু পর্যন্ত পরিকল্পিত উন্নয়ন। পাইভেট সেক্টর গুলো যে সমস্ত স্কিম নিয়ে এগুচ্ছে তাদের বাধা দেওয়া হবে না এবং বন্ধ করাও হবে না। কিন্তু পরিকল্পনা অনুযায়ী আসতে হবে। যাতে জনগন এর সুবিধা সঠিক ভাবে নিতে পারে। এই জায়গা যেন যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোর সর্বোচ্চ সুবিধা পায়।
পরে প্রায় অর্ধশতাধিক সচিব পদ্মা সেতু পাইলিং এলাকা ও প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক সাইফুল ইসলাম বাদল, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারসহ সেতু বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।