Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

কুষ্টিয়ায় আইসোলেশন ওয়ার্ডে থাকা নারীর মৃত্যু কুষ্টিয়া

কুষ্টিয়ায় আইসোলেশন ওয়ার্ডে থাকা নারীর মৃত্যু

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়ার ১০ দিন পরে শিল্পী খাতুন (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। জ্বর ও ঠান্ডা থাকায় গত ০৫ এপ্রিল জেনারেল হাসপাতালে স্বাস্থ্যকর্মীরা তাকে শহরের কোর্ট ষ্টেশন চত্বর থেকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে। 

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়।

মৃত নারীর নাম ছাড়া পরিবারের পরিচয় জানাতে পারিনি হাসপাতাল কর্তৃপক্ষ। 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার বলেন, গত রবিবার (০৫ এপ্রিল) জ্বর, ঠান্ডা নিয়ে ঐ নারীকে রাস্তা থেকে হাসপাতালে নিয়ে আসে স্বাস্থ্যকর্মী টিমের সদস্যরা। অসুস্থ ঐ নারীকে আইসোলেশনে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। 

এর আগে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়েছিল। সে সময় রেজাল্ট নেগেটিভ ছিল। পুনরায় তার নমুনা সংগ্রহ করে পাঠানো হবে বলেও জানান তিনি।