Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

কালকিনিতে দলবেঁধে নামাজ পরতে বারণ, বাড়িতে হামলায় আহত ৫ মাদারীপুর

কালকিনিতে দলবেঁধে নামাজ পরতে বারণ, বাড়িতে হামলায় আহত ৫

করোনা পরিস্থিতিতে দলবেঁধে জামাতে নামাজ না পরে, বাড়িতে বসে নামাজ পড়তে বলায় মাদারীপুরের কালকিনিতে স্বপন হাওলাদার (৪৮) নামে এক মুসল্লির বাড়িতে হামলা চালিয়েছে স্থানীয় লোকজন। তাদের বাঁধা দিলে মহিলাসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। রোববার দুপুরে সরেজমিন ও ভুক্তভোগী পরিবার সুত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ভুক্তভোগী ও পুলিশ সুত্রে জানাগেছে, প্রানঘাতী করোনাভাইরাস পরিস্থিতিতে সরকার অতিরিক্ত লোকসমাগম করে জামাতে নামাজ না পরে সবাইকে বাড়িতে আলাদা বসে পড়ার নির্দেশ দিয়েছেন। সরকারের এ নির্দেশকে  উপেক্ষা করে উপজেলার রমজানপুর এলাকার দক্ষিন রমজানপুর গ্রামের সাইলু হাওলাদার, শামীম আকন ও আবদুল হাইসহ বেশ কয়েকজনের নেতৃত্বে ওই এলাকার একটি বাড়ির উঠানে লোকসমাগম ঘটিয়ে গত বৃহস্পতিবার মাগরিবের নামাজ জামাতে পড়ার আয়োজন করা হয়। এ বিষয়টি দেখে সরকারের নির্দেশ মেনে একই এলাকার স্বপন হাওলাদার তাদের দলবেঁধে জামাতে না পড়ে বাড়িতে আলাদা একা বসে নামাজ পড়ার জন্য পারামর্শ দেন। এতে করে ক্ষিপ্ত হয়ে সাইলু হাওলাদারের নেতৃত্বে শামীম আকন ও আবদুল হাইসহ বেশ কয়েকজন মিলে স্বপন হাওলাদারের বসতঘরে হামলা চালায়। এসময় তাদেরকে বাঁধা দিলে স্বপন হাওলাদার (৪৮),  জিহান হাওলাদার(১৫), রিয়াদ হাওলাদার(১২), আরজু বেগম(৩৫) ও শাহিনা বেগমসহ(৪) ৫ জন আহত হয়। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ হামলার ঘটনায় ভুক্তভোগী স্বপন হাওলাদারের ছোট ভাই রিপন হাওলাদার কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী স্বপন হাওলাদার বলেন, করোনার মেধ্যে আমি সবাইকে সচেতন হওয়ার জন্য দলবেঁধে নামাজ না পরে সবাইকে বাড়িতে বসে একা পড়তে বলায় আমার বাড়ি ঘর ও পরিবারের লোকজনের উপর হামলা চালানো হয়েছে।

অভিযুক্ত সাইলু হাওলাদার ঘটনা অস্বীকার করে বলেন, আমরা মসজিদে নামাজ পড়তে চাইলে স্বপন হাওলাদারের ভাই রিপন আমাদের গালিগালাজ করেছে। আমরা হামলা করিনি।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ নাসিরউদ্দিন মৃধা বলেন, এ হামলার ঘটনায় আমি এখন পর্যন্ত কোন অভিযোগ হাতে পাইনি। তবে পেলে ব্যবস্থা নেয়া হবে।