Opu Hasnat

আজ ৩ জুন বুধবার ২০২০,

ব্রেকিং নিউজ

ঠাকুরগাঁও জেলা ‘লকডাউন’ ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও জেলা ‘লকডাউন’

মোঃ আনোয়ার হোসেন, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে নারায়ণগঞ্জ  থেকে ফেরত তিন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ঠাকুরগাঁও জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) রাত ৮টা ৪৫ মিনিটে জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তিনি বলেন আজ জেলার হরিপুর উপজেলায় দুই জন ও পীরগঞ্জ উপজেলায় এক জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায় ঠাকুরগাঁও জেলা অবরুদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।