দামুড়হুদায় আগুনে পুড়ে বিধবার মর্মান্তিক মৃত্যু চুয়াডাঙ্গা / 
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঘরে আগুন লেগে আনোয়ারা বেগম (৭৫) নামে এক বিধবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দিনগত রাত দেড়টার দিকে দামুড়হুদার রঘুনাথপুর গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রোববার সকাল ১০টার দিকে তার দাফন সম্পন্ন হয়েছে। আনোয়ারা বেগম একই গ্রামের মৃত আবদিল মোল্লার স্ত্রী।
প্রতিবেশীরা জানান, তিন সন্তানের জননী বিধবা আনোয়ারা বেগমা নিজের জমিতে একটি ঘর বানিয়ে তিনি একাই সেখানে থাকতেন। তার বসত ঘরের ভিতরে প্রচুর পরিমান জ্বালানী কাঠ রাখা ছিল। রাত দেড়টার দিকে ঘরে আগুন জলতে দেখে প্রতিবেশিরা চিৎকার করলে গ্রামবাসী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরে থাকা সকল জ্বালানী কাঠসহ ঘরের সকল মালামাল পুড়ে শেষ হয়ে যায়।
এসময় ঘরে থাকা আনোয়ারা বেগম আগুনে পুড়ে মারা যায়। কোথা থেকে কিভাবে আগুন লাগলো কেউ বলতে না পারলেও অনেকের ধারনা বিধবার ঘরের পাশ দিয়ে বয়ে যাওয়া বৈদ্যুতিক তার থেকে আগুন লাগতে পারে। রোববার সকাল ১০টার দিকে স্থানীয় কবর স্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।