Opu Hasnat

আজ ৪ জুন বৃহস্পতিবার ২০২০,

ফরিদপুরে কর্মহীন পাচঁ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ফরিদপুর

ফরিদপুরে কর্মহীন পাচঁ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নভেল করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ফরিদপুরের হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে ফরিদপুরের বিভিন্ন সংগঠন। সকালে ফরিদপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের ৫শতাধিক কর্মহীন নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল হারুন। 

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১কেজি পেঁয়াজ, ২কেজি আলু, ১ কেজি তেল, ১ কেজি লবন ও সাবান।

জাফর ইকবাল হারুন বলেন, করোনার প্রভাবে আমার এলাকার অসংখ্য নারী-পুরুষ কর্মহীন হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়া এসব অসহায় দরিদ্র মানুষের কথা চিন্তা করেই আমি ব্যক্তিগত ভাবে খাদ্য সামগ্রী বিতরন করছি। যতো দিন করোনার প্রভাব থাকবে, ততোদিনই আমার খাদ্য সামগ্রী বিতরণ অব্যহত থাকবে।