টাঙ্গাইলে সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ২০ টাঙ্গাইল / 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের নগরজলফৈই বাইপাস এলাকায় যাত্রীবাহি বাস খাদে পড়ে ২জন নিহত হয়েছে। এ ঘটনায় ওই বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে এই দূর্ঘটনাটি ঘটে।
হাইওয়ে এলেঙ্গা ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ টাইমটাচনিউজ কে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী রোকনী পরিবহনের একটি যাত্রীবাহি বাস মহাসড়কের নগরজলফৈ বাসপাসে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা একটি পণ্যবাহি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববর্তী খাদে পরে যায়। এতে দুজন মারা যায়। এদের মধ্যে একজনের নাম ওসমান মন্ডল (৬৭), অপর জনের নাম জানা যায়নি। ওসমান সিরাজগঞ্জের কাজীপুর থানার কুনকুনিয়া গ্রামের মৃত বাদুনী মন্ডলের ছেলে। নিহত দইজনের মধ্যে একজনের লাশ স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপর জনের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।