Opu Hasnat

আজ ৪ জুন বৃহস্পতিবার ২০২০,

সৈয়দপুরে কুকুরের জন্য খিচুড়ির ব্যবস্থা করলো ‘সেতুবন্ধন’ নীলফামারী

সৈয়দপুরে কুকুরের জন্য খিচুড়ির ব্যবস্থা করলো ‘সেতুবন্ধন’

করোনাভাইরাসের দাপটে নিম্ন আয়ের মানুষ হয়ে পড়েছে কর্মহীন। আর খাবার জুটছে না বেওয়ারিশ কুকুরগুলোরও বরাতে। এমন পরিস্থিতিতে ক্ষুধার্ত বেওয়ারিশ কুকুরগুলাকে খিচুড়ি খাওয়াল পাখি ও পরিবেশ সুরক্ষায় কাজ করা সেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা। 

বুধবার (৮ এপ্রিল) সৈয়দপুর পৌরসভরা  বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে  শহরের কুকুর গুলোকে খিচুড়ি খাওয়ানো হয়। এছাড়াও ঝর্না ঘর ফাউন্ডেশনের নিবার্হী পরিচালক সৈয়দা রুখসানা জামান শানু প্রতিদিন নিজ ক্যাম্পাসে কয়েকজন কুকুরকে প্রতিদিন খাবার পরিবেশন করে থাকেন।

জানা গেছে, করোনা পরিস্থিতি প্রতিরোধ করার লক্ষ্যে গেল ২৬ মার্চ সৈয়দপুরের সব ধরনের খাবার হোটেল, রেস্তোরাঁ, রেস্টুরেন্টে বন্ধ ঘোষণা করা হয়। যেসব কুকুর হোটেলের ফেলে দেওয়া খাবার খেয়ে থাকত, সেগুলো এখন খাবার পাচ্ছে না। ফলে ক্ষুধার্ত কুকুরগুলো হিংস্র আচরণ করছে। এরই প্রেক্ষিতে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে প্রায় শতাধিক কুকুরকে খিচুড়ি খাবার খাওয়ানো হয়।