Opu Hasnat

আজ ২৩ মে সোমবার ২০২২,

মাহাবুব সভাপতি, জাহাঙ্গীর সম্পাদক

নড়াইল জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত রাজনীতিনড়াইল

নড়াইল জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নড়াইল জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা কৃষকলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ আবু সাঈদ। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা। 

জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি সুবাস চন্দ্র বোস। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ কৃষকলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট খোন্দকার শামসুল হক রেজা,জেলা আওয়ামীলীগের সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু,নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক মুক্তি,কৃষকলীগ নেতা এ্যডভোকেট ফজলুর রহমান জিন্নাহ প্রমুখ। সম্মেলন শেষে মাহাবুবুর রহমানকে সভাপতি ও খান জাহাঙ্গীর আলম কে সাধারন সম্পাদক করে জেলা কৃষকলীগের কমিটি ঘোষনা করা হয়।