মাগুরার শালিখা থানায় গৃহবধু খুন নারী ও শিশু /  মাগুরা / 
মাগুরা জেলায় শালিখা উপজেলার গোপাল গ্রামে গীতা রানী মজুমদার(৪০) নামের এক গৃহবধু গতরাতে খুন হয়েছে। শালিখা থানার পুলিশ আজ তার লাশ ঐ গ্রামের কারারবিল থেকে উদ্ধার করেছে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ জানান, গোপাল গ্রামের সত্তেন মজুমদারের স্ত্রী গীতারানি মুজুমদার ১৪ অক্টোবর বাড়ী থেকে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়না। তার লাশ কালারবিলে ভাসতে দেখে স্থানীয় জনগণ শালিখা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরা মর্গে পাঠিয়েছে। এ
ব্যাপারে মালিখা থানায় মামলা হয়েছে। পুলিশের তদন্ত চলছে।