মাগুরায় অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, ২ যুবক গ্রেফতার নারী ও শিশু /  মাগুরা / 
মাগুরা সদর উপজেলার পারলা গ্রাম থেকে দীপা বিশ্বাস(১৫) নামের নবম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে অপহরন করার অপরাধে মাগুরা থানার পুলিশ শুক্রবার রাতে আল মামুন(১৮) ও শাহীন বিশ্বাস(১৮) নামের দুই বকাটে যুবককে গ্রেফতার করেছে ও অপহৃত দীপা বিশ্বাস কে উদ্ধার করেছে।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সি আসাদুজ্জামান জানান, ধৃত যুবকদ্বয় মাগুরা সদর থানার পাররা গ্রামের হাবিবুর রহমানের চেরে আল মামুন বিশ্বাস ও একই গ্রামের লুৎফর বিশ্বাসের ছেলে শাহীন বিশ্বাস। একউ গ্রামের দেবাশীষ বিশ্বাসের মেয়ে দীপা বিশ্বাস স্কুরে যাতায়াতের পথে প্রায়ই ঐ বকাটে দুই যুবক তাকে যৌন হয়রানি করতো। ১৪ অক্টোবর সম্কুলে যাবার পথে দীপা বিশ্বাস কে তারা ধারারো অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায। এ ঘটনার পরে মাগুরা থানায় মামরা হয়। মাগুরা থানার পুলিশ গত রাতে তাদের কে পারলা গ্রামের একটি বাড়ী তেকে গ্রেফতার করে ও উদ্ধার করে। তাদের কে আজ আদালতে সোপর্দ করা হয়েছে। পুরিশের তদন্ত চলছে।