Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

কুষ্টিয়ায় ৫শ রোগীকে সেবা দিলো সেনাবাহিনী কুষ্টিয়া

কুষ্টিয়ায় ৫শ রোগীকে সেবা দিলো সেনাবাহিনী

চলমান করোনা পরিস্থিতিতে কুষ্টিয়ার কুমারখালীর সাঁওতা এলাকায় ৫শতাধিক রোগিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেছে বাংলাদেশ সেনা বাহিনী। 

রোবাবার (০৫ মার্চ) কুমারখালী উপজেলার চাঁপড়া ইউনিয়নের সাঁওতা স্কুল মাঠ সংলগ্ন উপ স্বাস্থ্য কেন্দ্রে সেনাবাহিনীর তত্বাবধানে ৭১ ফিল্ড এ্যাম্বুুলেন্স এর পরিচালনায় এ চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। 

মেডিক্যাল ক্যাম্পেইনে চাঁপড়া ইউনিয়নের সাধারন জনগনের সমস্ত রোগের চিকিৎসা সেবা ও করোনা ভাইরাসের লক্ষন পরীক্ষা নিরীক্ষা এবং ছোট বাচ্চাদের রোগ পরীক্ষা নিরীক্ষা করার পর বাচ্চাদের মাঝে চিপস, চকলেট বিতরন করেন সেনাবাহিনী। 

এ ছাড়াও জনসাধারনকে মহামারী করোনা ভাইরাসের ভয়ংকর রুপের বর্ননা দিয়ে জনগনকে আতংকিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেয় সেনাবাহিনীর সদস্যরা।

মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন যশোর ২১ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রিয়াজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি গাজী মাহাবুব রহমান ও চাঁপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হাসান রিন্টু।

সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলা চিকিৎসা ক্যাম্পে ৫ শতাধিক রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন সিএমএইচ’র চিকিৎসকরা।